বুধবার, ৬ এপ্রিল, ২০১১

সুখের সংঞ্জা

কত রকম মানুষ দেখলাম এই দুনিয়ায়। আলাদা আলাদা তাদের চাওয়া, তাদের পাওয়া। একের কাছে যা সুখ, অন্যের কাছে তাইই অসুখ। যার সব আছে বলে অন্যদের ধারণা, তার মতো হাহাকারে ভরা মানুষ হয়ত দ্বিতীয় নেই। সুখ বা দুঃখকে আমরা নিজের নিজের পরিবেশে, মানসিকতা এবং অভিঙ্গতা দিয়েই নিরুপণ করি তাই নিজের সুখটাই অন্যের সুখ বলে মনে করি ব্যক্তি বিশেষ, অবস্থা বিশেষ, পরিবেশ বিশেষে সুখের সংঞ্জা যে কত পরিবর্তনশীল তা হৃদয় দিয়ে বোঝার ক্ষমতা আমাদের অনেকেরই নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন