রবিবার, ১ জানুয়ারী, ২০১৭

Happy New Year 2017

"নিশি অবশান প্রায়, ঐ পুরাতন বর্ষ হয় গত,
আমি আজি ধূলিতলে জীর্ণ জীবন করিলাম নত।
বন্ধু হও, শত্রু হও, যেখানে যে রও
ক্ষমা কর আজিকার মত
পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত" কবিগুরুর সেই বিখ্যাত কথা গুলিকে উক্তি করে বলতে চাই জীবনের সাথে সাথে সময় ও বহমান, আজ যা নতুন কাল তা পুরানো,  একদিন যে বর্ষকে সাদরে গ্রহণ করে ছিলাম, কাল তাকে বিদায় জানিয়েছি। জীবনের ক্ষেত্রেও আমরা দেখেছি কাল যাকে সাদরে গ্রহণ করা হয়েছিল আজ কিংবা কাল কিংবা কোন একদিন তাকে বিদায় জানাতেই হয়, আজ যে আছে কাল হয়তো সে থাকবে না, তাই আসা যাওয়ায় জগতের নিয়ম... কিন্ত এই নিয়মের মাঝেও আমরা অনেক সময় অনিয়ম করে ফেলি, যার সময় হয়নি যে দ্বিপ্রহর বেলায় মধ্য গগনে বিরাজমান তাকেও আমরা গোধূলি বেলা ভেবে ভূল করে পশ্চিম আকাশের অস্তাচলে সূর্যের মত বির্সজন দিই....! তবু জীবন জীবনের মতো চলে, সময় সময়ের মতো। যাইহোক নতুন বছরের নতুন দিনে সবাইকে জানাই শ্রদ্ধা, নমস্কার, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা, সামনের দিনগুলি সবাই নিজ নিজ স্থানে ভালো থাকুন, সুস্থ থাকুন। কবিগুরুর সেই বিখ্যাত কথা গুলি পুনরায় স্মরণ করে সবাইকে ধন্যবাদ জানাই....... বন্ধু হও, শত্রু হও, যেখানে যে রও
ক্ষমা কর আজিকার মত
পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত.......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন