বুধবার, ৬ এপ্রিল, ২০১১

সুখের মুহূর্তে

আমার ভারী ইচ্ছে করে আমার কোনো ভীষণ সুখের মুহূর্তে এমন সুন্দর কোনো পথে হাঁটতে হাঁটতে কোনোদিন আমি জাষ্ট্ ফেড আউট করে যাব। তারপর আমাকে কেউ ডাকলেও আমি ফিরব না- আমি নিজে ডাকলেও আমি আর সাড়া দেব না। অথচ আমি আমার চারপাশের অন্ধকারেই ছড়িয়ে থাকব- ঝিঁঝির ডাক হয়ে থাকব, জোনাকি হয়ে থাকব- তারার আলোর দ্যুতিমান শিশির বিন্দু হয়ে থাকব। অথচ শরীরে- এই মূল রক্ত মাংসের শরীরে আমি থাকব না। বেশ হয় তাহলে- না?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন