সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭

কৃষি ও শিল্প।

কৃষি ও শিল্প। পাশাপাশি সহবস্থান। এই ছিলো পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের অন্তগত কোটা অঞ্চলের মানুষের স্বপ্ন। একদিন সেই স্বপ্নের উপর  ভড় করে কৃষি জমি শিল্পের হাতে তুলে দেওয়া হয়েছিল। মানুষের স্বপ্নছিলো একদিন তাদের এই লালনপালন করা জমিতে বৃহৎ শিল্প হবে। ঘড়ের ছেলেরা কাজ পাবে। কেউ কেউ শিল্পের উপর বেস করে ব্যাবসা করবে, এলাকার আর্থিক বিকাশ হবে..... আজ প্রায় সাত বছর হয়ে গেল, শিল্পের জন্য জমি অধিগ্রহণ হয়েছে, কারাখানা তৈরি প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু সেই কারখানার চিমনি থেকে ধোঁয়া বের হবে কবে? কবে শুরু হবে উৎপাদন? কবে কাজ পাবে জমি হারা ঘড়ের ছেলেরা? কবে হবে এলাকার আর্থিক বিকাশ? অধিগ্রহণ করা জমির পাশের জমি গুলিতে তো আজও বহালতবিয়তে কৃষির ফসল ফলে যাচ্ছে। কিন্তু যে জমি অধিগ্রহণ করা হয়েছিলো, যে জমিতে কারখানার বড় বড় যন্ত্রপাতি বসেছে, কারখানার সেড হয়েছে, যে জমিতে কারখানার বড় বড় চিমনী দেখা যায়- সেই জমির ভবিষ্যৎ কি? সেই জমি আজ কৃষি না শিল্প? প্রশ্ন অনেক কিন্তু উত্তর কই?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন