বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭

বায়ু দূষণ

পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে কোটা চণ্ডীপুর গ্রামের 'কোটা- মানকর' রাস্তার উপর দিয়ে সারাদিনে অসংখ্য মাটি বোঝায় ডাম্পার যাতাযাত করছে নতুন কারখানা তৈরির উদ্দেশ্যে। আপনারা ছবিতে দেখুন কি অবস্থা! গাড়ি চলাচলের ফলে প্রচুর ধূলো-ধোঁয়ায় দিনের পর দিন পরিবেশ দূষণ করে যাচ্ছে, রাস্তার অবস্থা বেহাল, কোন সংস্কার নেই, রাস্তায় এক ফোঁটা জল দেওয়ার নাম গন্ধ নেই, দূরভাগ্য বশত রাস্তার পাশেই আমার বাড়ি, যার ফলে দিনের পর দিন রাস্তার সমস্ত ধূলো বাড়ির মধ্যে এসে প্রবেশ করছে। বাড়ির আসবাব পত্র যাচ্ছেতাই ভাবে নষ্ট হয়ে যাচ্ছে। সারাদিন রাস্তার ধূলিকণার মধ্যে জীবন নির্বাহ করতে হচ্ছে। যার ফলে শরিরের অবস্থা যাচ্ছেতাই হয়ে যাচ্ছে, সারাদিন হাঁচি কাশি শ্বাসকষ্ট এই নিয়েই দিন কাটাতে হচ্ছে। যখনি প্রতিবাদ করছি, ডাম্পার দাঁড় করিয়ে রেখেদিচ্ছি তখনি একবার ট্যাঙ্ক করে সামান্য জল ছিটিয়ে দিয়ে যাচ্ছে, তারপর যে কে সেই.......! সবসময় তো আর রাস্তা আগলে রক্ষণাবেক্ষণ করা যায় না, তার জন্য চাই স্থানীয় প্রশাসনের কড়া নজরদারী, না হলে এমন অরাজকতা চলতেই থাকবে। 
শিল্প হোক ক্ষতি নেই, রাস্তায় গাড়ি যাতায়াত করুক ক্ষতি নেই, এইসব করে এক শ্রেণীর মানুষ বিত্তবান হোক কোন ক্ষতি নেই, কিন্তু শিল্পের নামে সাধারণ মানুষের দূর্ভোগ এটাই কি কাম্য?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন