রবিবার, ১০ এপ্রিল, ২০১১

দূঃখের ইতিহাস?

দূঃখের ইতিহাস? বঞ্চনার ইতিহাস তো? যাঁদের তুমি এসব কথা আজ অবধি বলেছ তাঁদের মধ্যে কেউই কি তোমার জন্যে কিছু মাত্র করেছেন? না করেন নি। এই সমাজে নিজ স্বার্থ ছাড়া কেউ কারোর জন্যে কিছুই করে না। অন্যের বিপদে বড় আনন্দ হয় যে অধিকাংশ মানুষের। তোমার দুরবস্থা যাতে প্রলন্বিত হয়, তাই চায় মনে মনে। তবে পরের কাছে এসব কথা বলে নিজেকে ছোট করবে কেন? তাই, কুকুর কে বিশ্বাস করে বলো সবকিছু। পথের গরু ছাগল কেও। কিন্তু মানুষ কে কখনো বোলো না। ডাঁটে থাকবে কলার তুলে। যতই কষ্ট থাক। এরা সব শক্তের ভক্ত নরমের যম। এরা কেউই তোমার হিতার্থী নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন